অধ্যক্ষের বাণী

অধ্যক্ষ মহোদয়ের বাণী:

বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, আজ জনসাধারণের হাতের নাগালে শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাবলী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও হালনাগাদ, অনলাইন কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত হয়েছি। ১৯৬৯ সালে মহান ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা মরহুম জনাব আলহাজ্ব মোঃ হাসান আলী শরীফ সাহেব , জমিদাতা মরহুম জনাব মোঃ সুলতান আহমদ মোল্লা সাহেব, মরহুম সাবেক স্পীকার ও বিচারপতি আব্দুল জব্বার খান সাহেব ও আরো অনেকের পৃষ্ঠপোষকতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার অবহেলিত রাকুদিয়া গ্রামের সুগন্ধা নদীর তীরে প্রতিষ্ঠা করেন আজকের এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী আবুল কালাম কলেজটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরীর লক্ষ্যে এক অনন্য ভূমিকা পালন করে আসছে এবং বহু জ্ঞানী গুণীজন এ প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে।শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অনুষ্ঠানাদি যথাযথভাবে নিয়ম শৃঙ্খলা মেনে পালন করা হচ্ছে এ প্রতিষ্ঠানে।দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কলেজটি বিগত ২০১৮ সালের ৮ই আগস্ট সরকারি করেন। আমি তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। জনাব রাশেদ খান মেনন সাহেব (এমপি), জনাব কাজী ইমদাদুল হক দুলাল সাহেব(উপজেলা চেয়ারম্যান),জনাব মোঃ আতিকুর রহমান সাহেব, কলেজ পর্যায়ে জনাব এ জেড এম হেমায়েত উদ্দিন, জনাব মোঃ আবুল কালাম আজাদ, জনাব মোঃ আল আমিন হোসেন এবং জনাব মোঃ মাহবুব আলম বাহাদুর স্যার সহ যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সরকারি করনে সক্রিয় ভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষক মন্ডলী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তাদের মেধা মনন দিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে এ প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখবেন বলে আমি আশা রাখি। সবশেষে এ প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

এস. এম. আনোয়ার হোসেন,

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

সরকারি আবুল কালাম কলেজ, রাকুদিয়া, বাবুগঞ্জ, বরিশাল।